হোয়াটসঅ্যাপে ভুল মেসেজ , এবার থেকে করতে পারবেন এডিট মেসেজ জানুন ।

হোয়াটসঅ্যাপে মেসেজ টাইপ করতেই অনেক সময়ই  ভুল কথা টাইপ হয়ে যায়,তারপর সেটিকে একবার সেন্ড কড়ে দিলে আর ঠিক করা যায় না ।

এই সমস্যার সমাধান করতে চলেছে এই সংস্থা। 2.17.30 ভার্সাণ এড় মাধ্যমে ভুল মেসেজকে বদলে ফেলা যাবে সহজেই ।

উইন্ডোজ ফোনে ভিটা ভার্সানে পাওয়া যাছে ফিচারটি । নতুন এই ফিচারটির নাম রাখা হয়েছে ‘রিকল’ । হোয়াটসঅ্যাপের 2.17.30 ভার্সানে বা আপডেটেড ভার্সানে পাওয়া যাবে এই ফিচারটি । ভিডিও, পিকচার, GIFS, টেক্সট মেসেজ-র ক্ষেত্রে পাওয়া যাবে এই ফিচারটি । সেন্ট করা মেসেজটি সিন হওয়ার আগেই কেবল এডিট করা যাবে। 2.17.30 ভার্সানে বা আপডেটেড ভার্সান ডাউনলোড করার পর ই আপটি - তে পাবেণ এই এডিট করা ফিচারটি।

সূত্রঃ- ntvwb

হোয়াটসঅ্যাপে ভুল মেসেজ , এবার থেকে করতে পারবেন এডিট মেসেজ জানুন । হোয়াটসঅ্যাপে ভুল মেসেজ , এবার থেকে করতে পারবেন এডিট মেসেজ জানুন । Reviewed by Dhuliyan City on 08:08 Rating: 5

No comments:

Powered by Blogger.