ধুলিয়ান ২০ জুলাই :- আষাঢ়ে বৃষ্টি আস্তে না আস্তেই জঙ্গিপুর মহুকুমা হাসপাতালের মেন রাস্তার দুর্দশা
অবস্থা দেখা পড়লো । যদি মহুকুমার হাসপাতালের রাস্তার এই হাল হয় তো , জঙ্গিপুর মহুকুমার আন্ডারের হাসপাতাল গুলি কি হাল হতে পারে। মহুকুমা হাসপাতালে প্রতিদিন কয়েক হাজার মানুষ ও রুগী এই রাস্তা দিয়ে যাতায়াত করেন, হাসপাতালের কর্তৃপক্ষ কি এই রাস্তা দিয়ে যাতায়াত করার সময় কি চোখ বন্ধ করে যাতায়াত করেন । হয়তো তাদের চোখে পড়বেনা কারণ তারা বাবুর মতো গাড়িতে আসেন আর বাবুর মতো গাড়িতে চলে যান । আমরা বুঝতে পারিনা , রাজ্য সরকার - কেন্দ্র সরকার কোটি কোটি দিচ্ছেন হাসপাতাল গুলি উন্নয়ন করার জন্য । সেই সব উন্নয়ন কথায় হচ্ছে , সামান্য কিছু কাজ করলে উন্নয়ন হয়না । যদি কোটি কোটি টাকা খরচ করে কাজ হত - তো আমাদের কে এই উন্নয়নের কাজ গুল আপনাদের সামনে তুলে ধরতে হতনা। জঙ্গিপুর মহুকুমা হাসপাতালের কর্তৃপক্ষ - স্বাস্থ্য বিভাগের কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ যে প্রতিটি হাসপাতালের প্রবেশ রাস্তার দিকে আপনারা একটু নজর দিন । আশা করি এই সমস্যা সমাধান গুলি দেখতে পাওয়া যাবে ।
জঙ্গিপুর মহুকুমা হাসপাতালের মেন রাস্তার দুর্দশা অবস্থা ।
Reviewed by khokan
on
00:57
Rating:
Reviewed by khokan
on
00:57
Rating:


No comments: