শ্রাবণ মাসে শিবের পুজো : কাটবে দোষ, মিলবে পুণ্য

দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করতে, শ্রাবণ মাসে শিবের পুজো করা যায়| সোমবার নাকি শিবের সবচেয়ে প্রিয় দিন বলা হয়, শ্রাবণ মাসের সোমবারে শিবের রুদ্রাভিষেক পুজো করলে ভক্তরা সুফল পান প্রচলিত বিশ্বাস, শ্রাবণ সোমবারে শিবের পুজো করলে শারীরিক, মানসিক এবং আর্থিক সমস্যা দূর হয় |
শ্রাবণ মাসে শিবের পুজো করলে গ্রহদোষ কেটে যায়, বিশেষ করে শনির দোষ থেকে মুক্তি পাওয়া যায়,
সুস্বাস্থ্যের কামনায় অনেকেই শিবের পুজো করেন। বলা হয়, শ্রাবণ মাসে শিবের আরাধনা করলে গুরুতর রোগ থেকে মুক্তি পাওয়া যায় হিন্দু মতে শিবকে আদর্শ পুরুষ মানা হয়, তাই অবিবাহিত মহিলারা শ্রাবণ মাসে শিবের পুজো করলে ভালো ফল পেতে পারেন মোক্ষলাভ এবং আত্মার মুক্তি লাভ সহজ হয় | সমস্ত আনুষঙ্গিক দ্রব্য সহযোগে পুজো করলে সংসারে সমৃদ্ধি ফেরে এবং আর্থিক লাভের সম্ভাবনা থাকে কোন ওরকম বিপদ, দুর্ঘটনা এবং অঘটনের হাত থেকে রক্ষা পাওয়া যায়
প্রচলিত, শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে ব্রত শুরু করলে সমস্ত মনোস্কামনা পূর্ণ হয় |

শ্রাবণ মাসে শিবের পুজো : কাটবে দোষ, মিলবে পুণ্য শ্রাবণ মাসে শিবের পুজো : কাটবে দোষ, মিলবে পুণ্য Reviewed by Dhuliyan City on 07:36 Rating: 5

No comments:

Powered by Blogger.