ধুলিয়ান পৌরসভায় ডেঙ্গু বসবাস ।


ধুলিয়ান ২৬ জুলাই :- সামশেরগঞ্জ এলাকায় ডেঙ্গুর প্রভাব দেখতে পাওয়া গেছে । দিন কয়েক আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে  দুজনের মৃত্যু হয় । সেই দেখে প্রচারে নামল প্রশাসন ।স্বাভাবিক ভাবে সাধারণ মানুষের মনে মধ্যে ডেঙ্গু নিয়ে আতঙ্গের হয়েছে ।   সামশেরগঞ্জের বিডিও আবু তোয়েব মণ্ডল , অনুপনগর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ গোলাপ হোসেন , এবং ব্লকের সমস্ত আশা কর্মী, গ্রাম পঞ্চায়েত প্রধান , সদস্য কন্যাশ্রী যোদ্ধা নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত করা হয় । তার সাথে ধুলিয়ান পৌসভার পক্ষ থেকে ডেঙ্গু নিয়ে মাইক প্রচার শুরু করা হয়েছে । সেই সব প্রশাসনিক সচেতনতা দেখে আমজনতা মনের আতঙ্ক কম হয় । কিন্তু আমাদের চোখের সামনে যা ভেসে উঠলো তা কল্পনা করা জাইনা । ধুলিয়ান পৌরসভার পক্ষ থেকে ডেঙ্গুর নিয়ে প্রচার করা হচ্ছে , সচেতন থাকার জন্য । কিন্তু আমরা ধুলিয়ান পৌরসভার মধ্যে ডেঙ্গুর বসবাস দেখছি । যদি পৌরসভার ডেঙ্গুর বসবাস হয় তো , ধুলিয়ান শহরের এলাকা গুলি কি হতে পারে ।
     ধুলিয়ান পৌরসভার পৌরপিতার কাছে আমাদের অনুরোধ যে এই ডেঙ্গুর বড় সমস্যার সমাধান গুলি অতি শীঘ্রই করবেন ।

ধুলিয়ান পৌরসভায় ডেঙ্গু বসবাস । ধুলিয়ান পৌরসভায় ডেঙ্গু বসবাস । Reviewed by Dhuliyan City on 03:28 Rating: 5

No comments:

Powered by Blogger.