পোস্ট অফিসে প্রচুর নিয়োগ, লাগবে না পরীক্ষা-ইন্টারভিউ

পশ্চিমবঙ্গের ডাকঘরগুলিতে নিয়োগ পোস্টম্যান বা গ্রামীণ ডাক সেবক নিয়োগ করবে ভারতীয় ডাক বিভাগ। গোটা দেশে ডাক পরিষেবা দেওয়ার জন্য ২৩টি পোস্টাল সার্কেলে ভাগ করা হয়েছে ৷ সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল পোস্টাল সার্কাল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ৷ ৪৯৮২ গ্রামীণ ডাক সেবা পোস্টের জন্য নিয়োগ করা হবে ৷
শূন্যপদের জন্য আবেদনপত্র ইত্যিমধ্যেই জমা নেওয়া শুরু হয়ে গিয়েছে ৷ গ্রামীণ এলাকার জন্য নিয়োগ করা হবে গ্রামীণ ডাক সেবকদের ৷ গ্রামাঞ্চলের মানুষের কাছে ডাক পরিষেবা পৌঁছে দেবেন তার ৷ যাঁরা নির্বাচিত হবেন, পোস্ট অফিসের ব্রাঞ্চটি যে গ্রামে সেই গ্রামে তাঁকে থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গ্রামীণ ডাক সেবকের জন্য ৪৯৮২ শূন্যপদ রয়েছে ৷ তার মধ্যে ২৫৬১ রয়েছে জেনারেল প্রার্থীদের জন্য, OBC শ্রেণিভুক্তদের জন্য রয়েছে ১২২৪,  তপশিলি জাতির জন্য ৯৪৫ ও তপশিলি উপজাতির জন্য রয়েছে ২৫২টি শূন্যপদ ৷
অনলাইন রেজিষ্ট্রেশন শুরু হয়ে গিয়েছে ২৫ এপ্রিল থেকে ৷ শেষ তারিখ আবেদনের জন্য ২৪ মে ২০১৭ ৷
এই পদের জন্য যারা আবেদন করবে তাদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে ৷ তপশিলি জাতি ও উপজাতির জন্য ছাড় থাকবে ৫ বছরের ৷ OBC-দের জন্য ছাড় থাকবে ১০ বছরের ৷ অন্যদিকে শারীরিক প্রতিবন্ধীরা ছাড় পাবেন ১০ বছরের ৷
শিক্ষাগত যোগ্যতা হিসেবে আবেদনকারীকে ন্যূনতম দশম শ্রেণি উত্তীর্ণ বা মাধ্যমিক পাশ হতে হবে ৷ কেউ উচ্চশিক্ষিত হলে তাকে কোনও গুরুত্ব দেওয়া হবে না ৷ মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে ৷ পাশাপাশি কম্পিউটার সংক্রান্ত কোনও একটি সার্টিফিকেট থাকতে হবে ৷ সার্ফটিকেট কোর্সটি অন্তত পক্ষে ৬০ দিনের হতে হবে ৷
এর জন্য কোনও পরীক্ষা দিতে হবে না ৷ সম্পূর্ণ মেরিটের ভিত্তিতে নিয়োগ করা হবে ৷ দশমের শ্রেণির মার্ক্সের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হবে ৷ যে আবেদনকারীদের শর্টলিস্ট করা হবে তাদের এসএমএস-এ মাধ্যমে জানানো হবে ৷
২৪ তারিখের আগে নীচে দেওয়া লিঙ্কে গিয়ে অনলাইন রেজিষ্ট্রেশন করতে হবে আবেদনকারীদের ৷
–‘https://indiapost.gov.in’ or ‘https://appost.in/gdsonline’ before May 24, 2017.
জেনেরাল ও OBC পুরুষ প্রার্থীদের  ১০০ টাকা জমা দিতে হবে হেড পোস্ট অফিসে ৷ SC/ST প্রার্থী ও মহিলাদের জন্য কোনও ফিজ নেই ৷
অনলাইনে আপনাকে এই তথ্যগুলি দিতে হবে -
১. নাম (মাধ্যমিকের মার্কশিটে যে নাম রয়েছে ঠিক তাই দিতে হবে )
২. বাবার নাম
৩. মোবাইল নম্বর
৪. জন্ম তারিখ
৫. লিঙ্গ
৬. সম্প্রদায়
৭. প্রতিবন্ধী কি না জানাতে হবে ৷ যদি হ্যাঁ হয় তাহলে কত শতাংশ
৮. কোন রাজ্য থেকে দশম শ্রেণি পাশ করেছেন
৯. কোন বোর্ড
১০. কত সালে দশম শ্রেণি পাশ করেছেন
১১. কত নম্বর পেয়েছেন দশম শ্রেণিতে
এছাড়া আপনার দেওয়া তথ্যের স্ক্যান কপি আপলোড করতে হবে ৷
সূত্র………



পোস্ট অফিসে প্রচুর নিয়োগ, লাগবে না পরীক্ষা-ইন্টারভিউ পোস্ট অফিসে প্রচুর নিয়োগ, লাগবে না পরীক্ষা-ইন্টারভিউ Reviewed by khokan on 10:27 Rating: 5

No comments:

Powered by Blogger.