
এবার ৫জি জিও-র!
রিলায়্যান্স জিও-র হাত ধরে ফের বড়সড় ধামাকা আসতে চলেছে। সম্প্রতি বার্সেলোনায় ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৭’-র অনুষ্ঠানে রিলায়্যান্স জিও ঘোষণা করে, ভারতে ৫-জি নেটওয়ার্ক আনতে চলেছে তারা। স্যামসাং সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই পরিকল্পনা করা হয়েছে বলে কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে।
এলটিই মোবাইল কমিউনিকেশনকে দেশের প্রত্যন্ত জায়গায় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই প্রকল্পের পরিকল্পনা করা হয়েছে বলে স্যামসাং সংস্থার তরফে জানানো হয়। স্যামসাং ইলেক্ট্রনিক্সের বিজনেস প্রধান উংকি কিম বলেন, “রিলায়্যান্স জিও-র সাফল্যে স্যামসাং-এর অবদান থাকায় আমরা খুশি। এলটিই এবং ৫-জি পরিষেবাকে শীর্ষে পৌঁছনোর জন্য জিও-র সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে।”
আরও পড়ুন-
গত বছর সেপ্টেম্বরে দেশ জুড়ে প্রথম প্রায় বিনামূল্যে ৪-জি এলটিই পরিষেবা শুরু করে রিলায়্যান্স জিও। জিও-র সস্তায় ৪-জি পরিষেবা দেওয়ার ঘোষণার পরেই বাকি টেলিকম সংস্থাও জলের দরে ডেটা অফার দিতে শুরু করে। কিন্তু, জিও-র অফারের কাছে কার্যত কুপোকাত দেশের বাকি টেলিকম সংস্থাগুলি। জিও-র সমীক্ষা বলছে, ১৭০ দিনে মোট ১০০ কোটি জিবি ডেটা ব্যবহার করেছেন গ্রাহকেরা। এই মুহূর্তে তাদের গ্রাহকের সংখ্যা ১০ কোটি ছাপিয়ে গিয়েছে বলেও দাবি ওই সংস্থার।
TAGS : Reliance Jio 5G Connectivity Samsung
No comments: