বহরমপুরঃ- বেলডাঙ্গা থেকে দুবাই কতদূর? আর এই দুই এলাকার সঙ্গে মিল কোথায়? আগামী দিনের শিক্ষা কেমন হবে? বিশ্বের শিক্ষা কোন পথে চলবে? সে বিষয়ে গ্লোবাল টিচার্স এন্ড স্কিলস ফোরাম এর উদ্যোগে সারা বিশ্বের ১৪০টি দেশের ৫হাজার জন শিক্ষক ও বিভিন্ন পেশার মানুষ ১৮- ১৯শে মার্চ উপস্থিত হয়েছিলেন দুবাই শহরে। আর মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা হরেকনগর হাইস্কুলের শিক্ষক মহম্মদ সেলিম ভারত তথা পশ্চিমবাংলার শিক্ষক প্রতিনিধি হিসাবে ডাক পেয়েছিলেন এই আন্তর্জাতিক শিক্ষা সামিটে। এই শিক্ষা সামিটে যে বিষয়টি গুরুত্ব পেয়েছে, তা হল ছাত্রছাত্রীদের বইয়ের বোঝা কমিয়ে ই–লার্নিংয়ের উপর বেশি জোর দিতে হবে। আর ছাত্রছাত্রীদের কাছে পড়াশোনাটা যেন বিভীষিকা না হয়ে দাঁড়ায়, মজার ছলে শেখাতে হবে ছাত্রছাত্রীদের। মোদ্দা কথা এখন শিক্ষার মুল কথাটা হল, লার্নিং উইথ ফান, নট প্রেসার।
ভারতের প্রতিনিধি হিসাবে গ্লোবাল টিচার্স এন্ড স্কিল্ড ফোরামে যোগ দেওয়া শিক্ষক মহম্মদ সেলিম জানালেন তাঁর অভিজ্ঞতার কথা। তিনি জানান, আগামী দিনে সারা পৃথিবীতেই এখন পাঠ্য পুস্তকের বোঝা কমিয়ে ইন্টারনেটের মাধ্যমে পড়াশোনার উপর জোর দেওয়া হচ্ছে।
২০১৩ সালের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত রসায়নের শিক্ষক মহম্মদ সেলিমের আদি নিবাস বীরভুমের শান্তিনিকেতনে। কিন্তু শিক্ষকতার সুবাদে মুর্শিদাবাদকেই আপন ঘর করে নিয়েছেন এই আদর্শ শিক্ষক। শুধু নিজেই আদর্শ শিক্ষক হয়েই থেমে থাকেননি তিনি। ২০১৬সালে তাঁর স্কুল বেলডাঙ্গা হরেক নগর হাইস্কুল আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের তকমা অর্জন করতে পেরেছে মুলতঃ সেলিম সাহেবের উদ্যোগেই। তাই আরবের দুবাই শহরে আন্তর্জাতিক শিক্ষা সামিটে ডাক পাওয়ায় আরব দুনিয়ায় বসবাসকারী প্রাক্তন ছাত্ররা দুবাই বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে জড়ো হয়েছিলেন তাঁদের প্রিয় মাস্টারমশাইকে। পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতে উদ্যোগী হওয়ায় তাঁরা সাহায্যের হাত বাড়িয়ে দিতেও প্রস্তুত আছেন। দুবাইয়ের আন্তর্জাতিক শিক্ষা সেমিনারে উপস্থিত ছিলেন ওয়েস্ট ইন্ডিজ এর বিখ্যাত ক্রিকেটার ব্রায়ান লারা ও শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার অরবিন্দ ডি সিলভা ও ৪০টি দেশের শিক্ষা মন্ত্রীরাও।
আন্তর্জাতিক শিক্ষা সামিটে উঠে এসেছে শিক্ষার সদর্থক ভুমিকার কথা। কিন্তু কোন রসায়নে তাঁর অধীত শিক্ষা ছড়িয়ে দেবেন হরেক নগর হাইস্কুলের রসায়ন বিভাগের মাষ্টার মশাই সেলিম সাহেব! সেই কথাটাই এখন ভাবাচ্ছে তাকে। বিভিন্ন দেশের শিক্ষকদের সঙ্গে মত বিনিময়ের মধ্য দিয়ে শিক্ষার যে মুল বিষয়টি উঠে এসেছে তাতে হরেক নগর থেকে ওয়েস্ট ইন্ডিজ, দুবাই আর শ্রীলঙ্কার মধ্যে একটাই মিল, আগামী দিনে ছাত্রদের বইয়ের, বোঝা কমাতেই হবে, জোর দিতে হবে ই-লার্নিং এর উপরেই।


সৌজন্যে>>> http://www.murshidabadepaper.com/news/?p=3874
No comments: