শীঘ্রই বাজারে আসছে ১০ টাকার প্লাস্টিকের নোট

নয়াদিল্লি: দেশের পাঁচ শহরে পরীক্ষামূলক ভাবে দশ টাকার প্লাস্টিক নোট চালু করতে চলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া৷ শুক্রবার সংসদের নিন্মকক্ষে এমনই জানিয়েছে অর্থ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল৷ তিনি জানিয়েছেন, কেন্দ্র আশা করছে প্রচলিত নোটের তুলনায় বাজারে বেশি দিন টিকে থাকবে এই প্লাস্টিক নোট৷ তাই প্রথম ক্ষেত্রে পরীক্ষামূলক ভাবেই শুরু হবে এর ব্যবহার৷

সূত্র.…………kolkata24×7

শীঘ্রই বাজারে আসছে ১০ টাকার প্লাস্টিকের নোট শীঘ্রই বাজারে আসছে ১০ টাকার প্লাস্টিকের নোট Reviewed by khokan on 10:47 Rating: 5

No comments:

Powered by Blogger.