বাজারে আসছে বাজাজ পালসার এনএস ২০০ এবং আরএস ২০০ নিউ ভার্সন

বাজারে আসছে বাজাজ পালসার এনএস ২০০ এবং আরএস ২০০ নিউ ভার্সন

ওয়েব ডেস্ক: বাইক প্রেমীদের জন্য সুখবর। দুচাকার বাহনে স্রেফ 'হাতের রেস' বাড়িয়ে যারা রাস্তাকে শাসন করতে পছন্দ করেন তাদের কাছে আরও আকর্ষনীয় মোটরবাইক তুলে দিতে চলেছে ভারতের বহুল প্রচলিত মোটরবাইক প্রস্তুতকারক সংস্থা বাজাজ। পালসার এনএস ২০০ এবং পালসার আরএস ২০০-এই দুটি মোটরসাইকেলকেই আরও অত্যাধুনিক অবতারে নিয়ে আসতে চাইছে তারা। ফুয়েল ইনজেকশন, লিকুইড কুলিং, পেরিমিটার ফ্রেম, টুইন প্রজেক্টর হেডল্যাম্প সহ অ্যান্টি লক ব্রেক সিস্টেম ইত্যাদি বিষয়কে যুগের সঙ্গে আপডেট করে ভারতের বাজারে আসতে চলেছে বাজাজ পালসারএনএস ২০০ এবং আরএস ২০০ নিউ ভার্সন।বাইক বিশেষজ্ঞরা মনে করছেন এতে আরও গতি বাড়বে পালসার এনএস ২০০ এবং আরএস ২০০ বাইক দুটির। বাজাজের এই বাইক দুটির গতি ১৪১ কিলোমিটার প্রতি ঘন্টা। ভারতীয় বাজারে পালসার আরএস ২০০ বাইকটির দাম আনুমানিক ১ লাখ ২২ হাজার টাকা। অ্যান্টি লক ব্রেক সিস্টেম নিলে দাম বেড়ে হবে ১ লাখ ৩৩ হাজার ৮৮৩ টাকা।

বাজারে আসছে বাজাজ পালসার এনএস ২০০ এবং আরএস ২০০ নিউ ভার্সন বাজারে আসছে বাজাজ পালসার এনএস ২০০ এবং আরএস ২০০ নিউ ভার্সন

Reviewed by khokan on 10:10 Rating: 5

No comments:

Powered by Blogger.