
ওয়েব ডেস্ক: টেলিকম দুনিয়ায় প্রথম ৪জিপরিষেবা নিয়ে এসেছিল জিও। জিও-র আনলিমিটেড ফ্রি পরিষেবায় দারুন খুশি গ্রাহকেরা। এবার সেই জিও ৪জি পরিষেবাকে বদলে দিতে চলেছে ৫জিতে। সম্প্রতি এমনই শোনা গিয়েছে।
সরকারিভাবে আমাদের দেশে এখনও ৫জি স্পেকট্রামের নিলাম হয়নি। তাহলে কীভাবে ৫জি পরিষেবা দেবে জিও? সূত্রের খবর, ৫জি স্পেকট্রাম না থাকলেও ৫জি-র মতো বৈশিষ্ট্যযুক্ত এবং সেই ডাটা স্পিডের সুবিধা ইতিমধ্যে দেওয়ার মতো জায়গায় জিও আছে বলেই মনে করছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। জিও-র ত্রৈমাসিক রিপোর্টে বলা হয়েছে, ইতিমধ্যেই সংস্থা ভবিষ্যতের মোবাইল কানেক্টিভিটি প্রযুক্তিতে বিনিয়োগ করেছে। যার জন্য, জিও-র পরিষেবায় পাওয়া যাচ্ছে মোবাইল ভিডিও নেটওয়ার্কের মতো সুবিধা। এছাড়াও থাকছে ভয়েসওভার আইপি-র মতো ফিচার। ভয়েসওভার আইপি হল এমন ভয়েস কল, যা ইন্টারনেট কানেকশন-এর উপর নির্ভর করে। এই সমস্ত প্রযুক্তি ৫জি পরিষেবার সুবিধা দিতে সক্ষম।
সূত্র zeenews.India.com
No comments: