খাসির মাংস বলে কুকুরের মাংস খাওয়াচ্ছে

খাসির মাংস বলে কুকুরের মাংস খাওয়াচ্ছে

নরসিংদী জেলা শহরে খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রির দায়ে কালাম মাসুদ (৪২) নামে এক মাংস বিক্রেতাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

জেলার একটি ভ্রাম্যমান আদালত মাসুদকে এ সাজা দেন। গতকাল মঙ্গলবার নরসিংদীর নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ সামসুল তাবরীজ এই আদেশ দেন।

জানা যায়, শহরের চৌয়ালা এলাকায় খাসি বলে কুকুরের মাংস বিক্রি করার সময় নরসিংদীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সৈয়দ সামসুল তাবরীজের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত মাংস বিক্রেতা কালামকে আটক করে।

তখন তার কাছ থেকে ১০ কেজি কুকুরের মাংস, লেজ, মাথা ও চামড়া উদ্ধার করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন।

অভিযোগে প্রকাশ, দীর্ঘ দিন যাবত কালাম শহরের বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে খাসির মাংস বলে কুকুরের মাংস সরবরাহ করে আসছিল।

খাসির মাংস বলে কুকুরের মাংস খাওয়াচ্ছে খাসির মাংস বলে কুকুরের মাংস খাওয়াচ্ছে Reviewed by khokan on 09:47 Rating: 5

No comments:

Powered by Blogger.