মমতার হম্বিতম্বিই সার, নোট বাতিলের জন্য মোদীর পিঠ চাপড়ালেন রাষ্ট্রপতি

মমতার হম্বিতম্বিই সার, নোট বাতিলের জন্য মোদীর পিঠ চাপড়ালেন রাষ্ট্রপতি

এই সিদ্ধান্তের সুফল রাতারাতি মিলবে না, সময় লাগবে, বললেন প্রণব মুখোপাধ্যায়

Facebook shareTwitter shareShare on Google+Share on Whatsapp

মমতার হম্বিতম্বিই সার, নোট বাতিলের জন্য মোদীর পিঠ চাপড়ালেন রাষ্ট্রপতি

নয়া দিল্লি, ১৮ নভেম্বর। নোট বাতিলের সিদ্ধান্তে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ালেন রাষ্ট্রপতি। শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে গোটা পরিস্থিতি ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী মোদী। ‌যাবতীয় বিরোধিতা সত্বেও নিজের অবস্থানে অনড় থাকায় প্রধানমন্ত্রীর প্রশংসা করেন প্রণব।

এদিন সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে নোট বাতিলের পর উদ্ভুত পরিস্থিতির বিস্তারিত বিবরণ দেন প্রধানমন্ত্রী। জানান কী ভাবে কেন্দ্রের সিদ্ধান্তের দেশজুড়ে বিরোধিতা করছে বিরোধী দলগুলি। প্রধানমন্ত্রীর ব্যাখ্যা শুনে রাষ্ট্রপতি বলেন, তিনি নিজেও একসময় অর্থমন্ত্রী ছিলেন, ফলে কোন পরিস্থিতিতে নোট বাতিলের সিদ্ধান্ত নিতে হয়েছে তা বোঝেন তিনি।

নোট বাতিল ইস্যুতে বিরোধীদের লাগাতার বিক্ষোভের পরেও অনড় অবস্থানের জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করেন রাষ্ট্রপতি। বলেন, ‘এই সিদ্ধান্তের সুফল দু’‍-এক দিনে বোঝা ‌যাবে না। সময় লাগবে।

বলে রাখি, গত বুধবার অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে জোট বেঁধে রাষ্ট্রপতির কাছে নোট বাতিলের প্রতিবাদে স্মারকলিপি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সঙ্গে ছিল জম্মু কাশ্মীরের বিরোধী দল ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা, বিজেপির শরিক শিবসেনার প্রতিনিধি, ছিলেন আম আদমি পার্টির সাংসদ ভগবন্ত মান। সেখানে নোট বাতিল ইস্যুতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করেছিলেন তিনি। কা‌র্যক্ষেত্রে রাষ্ট্রপতি সেই অনুরোধ তো শুনলেনই না, উলটে প্রশংসা করলেন মোদীর।

ইউপিএ সরকারের অর্থমন্ত্রী থাকার সময় বার বার চেয়েও কেন্দ্রের আর্থিক সাহা‌য্য পাননি মমতা। তখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন প্রণব মুখোপাধ্যায়। দিল্লি গিয়ে দরবার করেও প্রণবদার হাত থেকে ১ পয়সা বাড়তি আদায় করতে পারেননি মমতা। বদলা নিতে রাষ্ট্রপতি নির্বাচনে প্রণব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দাঁড় করানোয় মূল উদ্যোক্তার ভূমিকা পালন করেছিলেন তিনি। ‌যদিও তাতে প্রণববাবুর ‌যাত্রাভঙ্গ হয়নি। উলটে রাষ্ট্রপতি হওয়ার পর প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে পুরনো সখ্য জিইয়ে তুলতে উদ্যোগী হন মমতা।


তথ্যসূত্র--www.india.com

মমতার হম্বিতম্বিই সার, নোট বাতিলের জন্য মোদীর পিঠ চাপড়ালেন রাষ্ট্রপতি মমতার হম্বিতম্বিই সার, নোট বাতিলের জন্য মোদীর পিঠ চাপড়ালেন রাষ্ট্রপতি Reviewed by khokan on 21:08 Rating: 5

No comments:

Powered by Blogger.