৮ বছরের চুম্বকিয় ছেলে

আট বছরের ‘ম্যাগনেট বয়’, গায়ে লাগলেই আটকে যাচ্ছে লোহা:
————————————————————————
মা চামচ ছুঁড়ে মারলে সটাং শরীরে গিয়ে আটকে যায়। ব্যথা লাগা তো দূর অস্ত্, সেই চামচ গা থেকে ছাড়াতে হিমশিম খেতে হয়। পাড়ার সবাই নাম দিয়েছে তাকে ‘ম্যাগনেট বয়’। হ্যাঁ, তার শরীরটাই চুম্বক। বসনিয়ার গ্রাক্যানিকার ম্যালেসিসি গ্রামের বছর আটের ইরমান দেলিক এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ইমরানের শরীরের এমন অদ্ভুত পরিবর্তন দেখে চিকিত্সকের কাছে নিয়ে যায় তার পরিবার। সব ধরনের পরীক্ষানিরীক্ষা করা হয়। কিন্তু কোনও অস্বাভাবিক লক্ষণ নেই ইমরানের শরীরে, জানিয়ে দেন চিকিত্সকরা। ইমরানের এমন ‘ঐশ্বরিক শক্তি’র কিছু ঝলক সোশ্যাল মিডিয়া তার পরিবার পোস্ট করলে রাতারাতি হিরো বনে যায় সে। ভিডিও-তে দেখা গিয়েছে, স্টিলের চামচ, ১৩টি কয়েন আটকে রয়েছে ইমরানের বুকে। এমনকী পিঠেও চুম্বকীয় আকর্ষণ রয়েছে।

তবে এই রকম অদ্ভুত ‘ক্ষমতা’ শুধুমাত্র ইমারনেরই নেই। এর আগেও দেখা গিয়েছে অনেককে। এক নজরে দেখে নেওয়া যাক এমন আরও অনেক ম্যাগনেট ম্যানের আকর্ষণীয় তথ্য।

সাম্প্রতিকতম চমক বসনিয়ার এই ইমরান দেলিক। শরীরে চৌম্বক শক্তির খোঁজ মিলেছে।

যত বেশি ইমরান রাগে, তার শরীরের চৌম্বক শক্তি নাকি তত বাড়তে থাকে।

চিনের ঝিজিয়াং প্রদেশের শাওক্সিংয়ে ৫৪ বছর বয়সী ওয়াং বাওকিয়াংয়ের শরীরে চৌম্বক ক্ষমতা রয়েছে। তিনি দাবি করেছেন, কয়েক কিলোগ্রাম স্টিল শরীরে আটকে রাখার ক্ষমতা রাখেন।

আমাদের দেশেও এমন ক্ষমতাধারী মানুষের খোঁজ পাওয়া গেছে। মধ্যপ্রদেশের সাগর জেলার অরুণ রায়েকওয়ার নামে এই ব্যক্তির শরীরে চামচ, পেরেক সহজেই আটকে যায়।

তবে ইমরানের মতো চৌম্বক শক্তি সব সময় থাকে না অরুণ রায়েকওয়ারের।

তাঁর চিকিত্সক শৈলন্দ্র শুক্ল জানিয়েছেন, এই ঘটনা বিরল হলেও আশ্চর্যের কিছু নেই। তাঁর মতে প্রত্যেক মানুষের শরীরে অল্প বিস্তর চৌম্বক শক্তি রয়েছে। কিন্তু অরুণ রায়েকওয়ারের ক্ষেত্রে কিছুটা বেশি।

২০১৩ সালে জর্জিয়ার এতিবার এলচেভ তো বিশ্ব রেকর্ড করে ফেলেছেন তাঁর শরীরে সবচেয়ে বেশি চামচ আটকে। তাঁর শরীরে ৫৩টি স্টিলের চামচ আটকে ছিল।

শুধু চামচ আটকেই ক্ষান্ত ছিলেন না, বুকে উপর ধাতুর পাত সুদ্ধু একটি মানুষকে বসিয়ে নিয়ে যান এতিবার এলচেভ।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

৮ বছরের চুম্বকিয় ছেলে ৮ বছরের চুম্বকিয় ছেলে Reviewed by khokan on 11:36 Rating: 5

No comments:

Powered by Blogger.